মোঃ মোস্তাইন বিল্লাহ
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মিতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ড্রেজার ধ্বংস করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাইপ নষ্ট করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা সাংবাদিকদের বলেন, এসব ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনসহ ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ও সানন্দবাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com