প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ণ
 অভিনেত্রী, কবি, সৌখিন কণ্ঠশিল্পী কুসুম শিকদার 
  
         
  
        
    
    
২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোসুন্দরী পুরস্কার বিজয়ী অভিনেত্রী, কবি, সৌখিন কণ্ঠশিল্পী কুসুম শিকদার ।
ছবি: শাহরিয়ার কবি হিমেল
 
কুসুম শিকদার২০১০ সালে ইমনের বিপরীতে ‘গহীনে শব্দ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। ছবি: শাহরিয়ার কবি হিমেল
 
কুসুম শিকদার২০১২ সালে ইমনের বিপরীতে ‘লাল টিপ’ এবং ২০১৫ সালে প্রশনজিৎের বিপরীতে ‘শঙ্খচিল’ সিনেমার মাধ্যমে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় তাঁকে। ছবি: শাহরিয়ার কবি হিমেল
 
কুসুম শিকদারনাটকে নিয়মিত কুসুম শিকদার দর্শকদের প্রিয়মুখ। ছবি: শাহরিয়ার কবি হিমেল
 
কুসুম শিকদারসম্প্রতি হৃদয় খানের সঙ্গে ‘মায়া’ শিরোনামে নিজের লেখা গানে কণ্ঠ দিয়েছেন কুসুম। ছবি: শাহরিয়ার কবি হিমেল
 
কুসুম শিকদারকণ্ঠশিল্পী কুসুম শিকদারের তিনটি অ্যালবাম রয়েছে। এগুলো হলো, ‘তুমি আজ কত দূরে’, ‘জীবনের যত চাওয়া’ এবং ‘অদলবদল’। ছবি: শাহরিয়ার কবি হিমেল
 
 
    
    
         
সম্পাদক ও সিইও:  মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ:  ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
        
        
             কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com