কে এম জহির,কুয়াকাটাঃ
সারা বিশ্ব যখন থমকে দাড়িয়েছে করোনা ভাইরাস মহামারীর কারনে তখনই আশির্বাদ হয়ে কুয়াকাটার সাধারণ মানুষের পাশে নব নির্বাচিত পৌর মেয়র আনোয়ার হাওলাদার। অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তার নিজের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩ হাজার ২০০ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের শুভ সুচনা করেছেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার।
পৌর সভার ৮ ও ৯ নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণের মাধ্যমে এই কাজের শুভ সূচনা করেন । জানাগেছে ৪ ধাপে পৌর শহরের প্রায় ৩২০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে তিনি এই ঈদ বস্ত্র বিতরন করবেন। ঈদ বস্ত্র বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
এ বিষয়ে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন আমার ব্যাক্তিগত অর্থায়নে এক যুগ ধরে ঈদ বস্ত্র বিতরন করে আসছি প্রতি বছর ন্যায় এবারও দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরন করছি আমার অনুরোধ থাকবে সমাজের বৃত্তবান যারা আছেন তারাও এমন উদ্যোগ নিলে অসহায় দুস্থ মানুষ গুলো উপকৃত হবে। এছাড়াও তিনি আরো বলেন তিনি সবসময় অবহেলিত সাধারণ মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। কুয়াকাটা পৌরসভাকে একটি মডেল পৌরসভা এবং পর্যটন বান্ধব পৌরসভা হিসেবে রুপান্তরিত করতে চান তিনি। এই কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com