আবার যদি আসি ফিরে এই সবুজ পৃথিবীর প্রান্তে
সে জনমে নিজেকে ভাসাব আমি নষ্টের বিষাক্ত শ্রোতে।
পাপ পুণ্যের হিসেব না করে অনবরত স্বার্থপর আর
প্রচন্ড লোভী হয়ে উঠব, এখন যেমন দেখি চারপাশে।
প্রেমিক পুরুষ না হয়ে, হয়ে উঠব সিরয়াল ধর্ষক
হিংস্র বর্বর, মেতে থাকব নগ্ন উল্লাসে।
কারন,
এ জনমে শিখে গেলাম নষ্ট, ভন্ত, লোভী, স্বার্থপর, ধর্ষক
তারাই দামী, এরাই সুখী, এরাই সম্মানিত সমাজপতি।
আমি আবার যদি আসি ফিরে সে জনমে আর এমন নিঃস্ব কষ্ট বেদনা, দারিদ্র্যতা চাইনা, সুখী হতে চাই এখন চারিদিকে সবাই যেমন করে সুখী হয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com