বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নতুনবাজার চৌরাস্তা মোর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নেতৃত্ব দেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম।
অভিযানকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, ধীর্ঘদিন ধরে ওই এলাকার মাছ বাজার সড়ক এবং বাঁধের ওপর স্থানীয় ব্যবসায়ীরা সরকারি সড়কের জমি দখল করে ছাপরা ঘর তুলে অবৈধভাবে ব্যবসা করছিলেন।
আমতলী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকারি সড়ক দখল করে যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com