আমতলী বরগুনা প্রতিনিধিঃ আমতলীতে বৃহস্পতিবার সকালে ৩০ টাকা কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এসএম সাদিক তানভির। এসময় উপস্থিত ছিলেন আামতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান,পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সমির কুমার রায়, ট্যাগ অফিসার একাডেমিক সুপার ভাইজার সেলিম মাহামুদ, আমতলী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ও আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ। এ কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি দরে প্রতিজন প্রতিদিন পাঁচ কেজি করে চাল পাবেন।
আমতলী উপজেলা খাদ্য কর্মকর্তা সমির কুমার রায় বলেন, ৩০ টাকা কেজি দরে কার্ড ধারীরা প্রতি সপ্তাহে ৫দিন করে প্রতিদিন ৫ কেজি করে এবং টিসিবি কার্ড ধারীরা সপ্তাহে ২দিন ৫ কেজি করে চাল কিনতে পারবেন ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com