পটুয়াখালী প্রতিনিধিঃ বেকারত্ব দূরসহ আর্থসামাজিক উন্নয়নে ও আমিষ উৎপাদনে মাছ চাষে নেমেছে মুদির হাট একতা ক্লাবের অর্ধশতাধিক সদস্য।
গতকাল ২১ জুলাই রবিবার সকাল ১১টায় পটুয়াখালীর আমখলা ইউনিয়নের মুদির হাট বাজারের দক্ষিন পাশে ১.৫০ কিঃ মিটার জলাশয়ে বেকারত্ব দূরী করনে ও আমিষ উৎপাদনে মুদির হাট একতা ক্লাবের সভাপতি ফিরোজ মাঝির নেতৃত্বে ৭১জন সদস্য একতাবদ্ধ হয়ে রুই, কাতলা মৃগেলসহ বিভিন্ন জাতের ৮০ হাজার মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুদির হাট ক্লাবের সাধারন সম্পাদক নুর আলম (হৃদয়)সহ ক্লাবের অর্ধশতাধিক সদস্য। ক্লাবের সভাপতি ফিরোজ মাঝি জানান, এলাকার বেকার যুবকদের নিয়ে আর্থসামাজিক উন্নয়নে অরাজনৈতিক, সেবা ও উন্নয়নমুখী মুদির হাট একতা ক্লাব গঠন করেছি। এ ক্লাবের মাধ্যমে মাছ চাষ করে সদস্যরা যেমন সাবলম্বী হবে, তেমনি এলাকায় আমিষ চাহিদা পূরনে সক্ষম হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com