বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আমাদের নেতা-কর্মীকে গুলি চালিয়েছে পুলিশ। এতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাধারণ শ্রমিক।’ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের অফিসে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘১০ ডিসেম্বর আমরা গণসমাবেশ করব। অবশ্যই সেখানে যেতে চাই। নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চাই। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সমস্যাগুলো অনেক। স্থাপনা অনেক। চারদিকে দেয়াল ঘেরা। পুরোপুরি চক্রান্ত আছে।’
ফখরুল বলেন, ‘গতকাল আমাকেও অফিসে ঢুকতে দেওয়া হয়নি৷ আজও যেতে চাইলে বিজয়নগর মোড়ে আটকে দেয় পুলিশ। ৩৫ লাখ নেতা-কর্মীকে মামলা দেওয়া হয়েছে৷ পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। অবিলম্বে গ্রেফতার ও তল্লাশি বন্ধ করতে হবে।’
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘সিমেন্টের ব্যাগে বোমা নিয়ে কার্যালয়ে যায় পুলিশ। সেখানে দরজা ভেঙে সব গুরুত্বপূর্ণ ফাইল তছনছ করে তারা। এরপর নতুন নাটক সাজায়। আমার সামনে বোমা বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব করে।’
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com