ইউক্রেনে ফের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি তাদের সর্বশেষ হামলায় ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিয়েভের মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে, অঞ্চলটিতে রুশ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। ভিতালি ক্লিতসকো সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, গলোসিভস্কি জেলায় রকেট হামলার কারণে একজন নিহত ও দুইজন আহতের খবর পাওয়া গেছে।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে মধ্যে সংঘাত আরও বেড়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com