নাজমুল হক মুন্না :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড, পশ্চিম কেশবকাঠি'র রড় মল্লিক বাড়ি ও শেখবাড়ি রাস্তা জুড়ে কম করে হলেও ২০টি বসত বাড়ি রয়েছে, যার সব মিলিয়ে অন্তত ভোটার আছে প্রায় ১৫০জন এবং ২-৩ শত লোকের এক মাত্র চলাচলের পথে বছরের পর বছর দূর্গভোগ ও চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা এমন সেতসেতে ও কাঁদা হয়ে যায়, যে একেবারে চলাচলে অনুপযোগী হয়। যা না দেখলে বিশ্বাস করা যায় না।বছরের পর বছর জনপ্রতিনিধিদের দারে দারে ঘুরলেও সামান্য কর্নপাত নেই কারও। ২২ জুন সোমবার স্থানীয় রড় মল্লিক বাড়ী'র মরহুম তাহের মল্লিক এর ছেলে মোঃ তাছেন মল্লিক বেলা ১১টায় বাদ্ধাত্ব জনিত কারনে ইন্তকাল করেন।( ইন্না-লিল্লাহি অই্ন্না ইলাইহি রাজিউন)। তিনি ওটরা ইউনিয়নের আওয়ামি লীগের ক্রান্তিলগ্নে ও দুর্সময়ের আপনজন ছিলেন। এবং তিনি দির্ঘ্য দিন যাবত আ'লীগের একনিষ্ঠ কর্মি ছিলেন। এই রাস্তা নির্মানে জন্য তিনিসহ এলাকার সবাই প্রানপন চেষ্টা করেছেন। কিন্তু আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে ইউনিয়ন আওয়ামী লীগসহ এলাকাবাসী শোক প্রকাশ করেন। এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। আজ তার নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে দাফনের জন্য ওই রাস্তা থেকে লাশ নিতে চরম ভোগান্তি পোয়াতে হয়। এদৃশ্য দেখে সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি স্থানীয়জন ও মুসলিদের মাঝে ক্ষােবে সৃষ্টি হয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com