ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে আ’লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানাকে ইন্দুরকানী বাজার থেকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে তাদেরকে ওই মামলায় আটক দেখিয়ে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বালিপাড়া বাজারের শাহ আলমের মার্কেটের ভিতর অস্থায়ী ইউনিয়ন আ’লীগের অফিসের সামনে ফাঁকা জায়গায় বিএনপি-জামায়াতের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে খবর পেয়ে ইন্দুরকানী পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত কয়েকটি ককটেলের অংশ বিশেষ এবং অবিস্ফোরিত ৭ টি ককটেল উদ্ধার করে। ওইদিন রাতেই বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন (বাদশা) বাদী হয়ে সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণতান্ত্রিক জনসভাকে বানচাল করার জন্য সরকার সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং হামলা করছে। এরই ধারাবাহিকতায় ইন্দুরকানীতে মিথ্যা মামলা নিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারসহ হয়রানি করা হচ্ছে। সরকার ২০১৮ সালে এমনটা করে সফল হলেও এবার সফল হবে না। কারণ নেতাকর্মীরা উৎফুল্ল রয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক দুজনকে আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি বাদশা হাওলাদার বিস্ফোরক দ্রব্য আইনে বাদী হয়ে অজ্ঞাতসহ এজাহার ভুক্ত ৭৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। কেউ যাতে নাশকতা মুলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com