শামীম আহমেদ ॥ বরিশালের বাকেরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবকদলের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।
গ্রেফতাররা হলেন- বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল ও যুবদল নেতা রায়হান এবং গারুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসবক দল সভাপতি মিজানুর রহমান টিটু।
থানার ওসি জানান, এ ঘটনায় বাকেরগঞ্জ থানার এসআই স্বপন কুমার দে বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও ৬০/৬৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাল টেপ মোড়ানো জর্দার কৌটা উদ্ধার করে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com