প্রতিবেদক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর (সিপিবিএম) চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা কার্যালয়ে চরমোনাইয়ের পীর তথা দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উপস্থিতে তিনি দলটিতে যোগ দেন।
দল বদলের সত্যতা নিশ্চিত করে আলমগীর হোসেন সমকালকে বলেন, বস্তুবাদের রাজনীতিতে পার্থিব ও পরকালীন মুক্তি নেই। তা অনুধাবন করতে পেরে বাম রাজনীতি ছেড়ে ইসলামিক দলে যোগ দিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে চরমোনাইয়ের পীর বলেন, ইসলাম শান্তি, কল্যাণ মানবতার ধর্ম। ইসলামে সকলেই নিরাপদ। আজীবন ইসলামের বাইরে থাকা মানুষও যদি আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে, ইসলাম তার নিরাপত্তার জন্য যথেষ্ট।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com