করোনাভাইরাসে কারণে দিনমজুর ও দৈনিক রোজগার বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের। এই দুর্যোগ মুহূর্তে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম মাহমুদ হাসান।
করোনার প্রাদুর্ভাব শুরু হাওয়ার পর থেকে ঝালকাঠির সদর উপজেলা ছাড়াও নলছিটির বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন।
বুধবার (২২ এপ্রিল) সকালে নলছিটির কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় ব্যক্তিগতভাবে বেশ কিছু অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুরু থেকেই এ নিয়ে শতাধিক পরিবারের মাঝে গোপনে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে এসেছেন তিনি।
খাদ্যদ্রব্যে দশ কেজি চাল, এক কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল ও একটি সাবান দেয়া হয়। সবকিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের রোজগার নেই বললেই চলে। তাই তার এই ক্ষুদ্র প্রয়াস দিয়ে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন।
এসব খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবার গুলো স্বস্তি প্রকাশ করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, পুলিশ দেখছি কিন্তু এভাবে মানবিক পুলিশ অফিসার কমই দেখছি। আমরা ঝালকাঠিবাসী ধন্য এরকম একজন পুলিশ অফিসার পেয়ে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com