কাউখালী প্রতিনিধি :
দুর্গাপূজা উপলক্ষে কাউখালী উপজেলার ২৩ টি মন্দিরে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমনের নিজ উদ্যোগে উপজেলার সব মন্দির গুলোতে বর্তমান সময় অনুযায়ী আজান ও নামাজের সময় সূচির ফেস্টুন বানিয়ে পূজা কমিটির কাছে ও মন্দিরে মন্দিরে গিয়ে লাগিয়ে দেন ভাইস চেয়ারম্যান নিজ হাতে।
ভাইস চেয়ারম্যান বলেন, শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি সভায় বিভিন্ন লোকজন পূজার কার্যক্রম চলার সময়ে নামাজ ও আজান চলে তখন উভয় ধর্মের লোকজনের মধ্যে ভুল বুঝাবুঝি না হয়, যার যার ধর্ম সঠিক ভাবে পালন করতে পারে সে জন্য আমার এই উদ্যোগ।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত রায় বলেন, আমাদের শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যানের এই আজান ও নামাজের সময় নির্ধারিত সময় অনুযায়ী ব্যানার তৈরি করে মন্দিরে দেওয়ার কারনে আমাদের পূজা অনুষ্ঠানের অনেক উপকার হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা বলেন, আমাদের উভয় ধর্মের মানুষের এ সময় সূচিতে শৃঙ্খলা বজায় থাকবে বলে আশাবাদী।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com