বিডি ২৪ অনলাইন নিউজ: গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদোন্নতি দিতে সব পক্ষই ম্যানেজ হয়ে গেছে। কিন্তু বাধা হয়ে দাড়িয়েছেন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। ফ্যাসিবাদের সহযোগী ও কুয়েট ছাত্রলীগের নেতা দুর্নীতিবাজ কায়কোবাদকে পদোন্নতি দিতে তিনি রাজি হচ্ছেন না।
এদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও কায়কোবাদকে পদোন্নতি দিতে সম্মত হয়েছেন। তিনি ছাড়া অন্য আরো দু’জন উপদেষ্টা কায়কোবাদকে পদোন্নতি দিতে জোর তদ্বির করছেন। এসব উপদেষ্টাদের কেউই জানেন না কায়কোবাদের অতীত ইতিহাস। ফলে তারা সহজেই ম্যানেজ হয়ে যাচ্ছেন। কিন্তু মন্ত্রণালয়ের সচিবের কাছে কায়কোবাদের আমলনামা রয়েছে। তাই তিনি রাজি হচ্ছেন না। কিন্তু উপদেষ্টাদের চাপের মুখে তিনি কতোটা অনঢ় থাকতে পারেন সেটাই এখন দেখার বিষয়।
এদিকে অন্যান্য দিনের মতো ইএম সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদ রোববার অফিস করেননি। নিজের পদোন্নতি নিয়ে চেষ্টা তদ্বিরের কারনে তার অধীনস্থ ইএম ডিভিশনগুলো কার্যত অচল হয়ে আছে। তিনি যেমন প্রাক্কলন পাস করছেন না, তেমনি টেন্ডারের টেক অনুমোদনও দিচ্ছেন না। ফলে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা ও মুগদা মেডিকেলের জরুরি নির্মাণ ও সংস্কার কাজ আটকে গেছে।
এদিকে কায়কোবাদের পদোন্নতি প্রস্তাব পাঠানো নিয়ে অনিয়মের আশ্রয় নিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী । নিয়ম অনুযায়ী কাউকে পদোন্নতি দিতে হলে পদোন্নতিযোগ্য একাধিক কর্মকর্তার নাম পাঠাতে হয়। ফ্যাসিবাদের দোসর হিসেবে কায়কোবাদের পদোন্নতি আটকে যাওয়ার সম্ভাবনা থেকে শুধুমাত্র তার একার নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। অথচ তাদের ব্যাচের অপর কর্মকর্তা ইএম সার্কেল-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুবুল হক চৌধুরীর নাম পাঠানো হয়নি।
৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রশাসক থেকে সর্বত্র নানা পরিবর্তন হলেও গণপূর্ত অধিদপ্তরে কোনো পরিবর্তন হয়নি। ফ্যাসিবাদের দোসর যেভাবে বহাল তবিয়তে রয়েছেন, ঠিক তেমনি কায়কোবাদকেও পদোন্নতির জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। গণপূর্তের সচিব মো. নজরুল ইসলাম এই অসাধু চক্রকে কতোটা ঠেকাতে পারেন সেটাই এখন দেখার বিষয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com