বিডি ২৪ অনলাইন নিউজ: এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৯ হাজার ৫৭৬জন অংশ নেয়। তাদের মধ্যে ৪৮ হাজার ৬৫৭জন পরীক্ষার্থী পাস করেছে। এই বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।ফলাফল বিবরণীতে দেখা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার সবচেয়ে বেশি খারাপ ফলাফল হয়েছে ইংরেজি ও উচ্চতর গণিতে।
নিচে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিষয় ভিত্তিক ফলাফলের চিত্র তুলে ধরা হলো।বাংলায় ৯৯ হাজার ৫৭৬ জনের মধ্যে ৯১ হাজার ৮৮৭ জন পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ। ইংরেজিতে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৫ হাজার জন। ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ। অর্থনীতিতে ২৫ হাজার ৮৪৭ জন পরীক্ষা দিয়ে ২২ হাজার ৭৪২ জন পাস করেছে। পাসের হার ৮৭ দশমিক ৯৯ শতাংশ।
সমাজবিজ্ঞানে ১১ হাজার ৯০১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ৫৩৪ জন। পাসের হার ৯৬ দশমিক ৯২ শতাংশ। যুক্তিবিদ্যায় ১২ হাজার ৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯ হাজার ২৮০ জন। পাসের হার ৭৬ দশমিক ৯২ শতাংশ।
সাইকোলজিতে ৮১২ জন পরীক্ষা দিয়ে ৭৪৭ জন পাস করেছে। পাসের হার ৯২ শতাংশ। ভূগোলে ৪ হাজার ৪০৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪ হাজার ৯৬ জন। পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ। পরিসংখ্যানে ৪ হাজার ৭৭ জন পরীক্ষা দিয়ে ৩৪৯৫ জন পাস করেছে। পাসের হার ৮৫ দশমিক ৭২ শতাংশ।
আরবিতে ৪ জন পরীক্ষা দিয়ে ৪ জনই পাস করেছে। পাসের হার শতভাগ। সংস্কৃতিতে ৮ জন পরীক্ষা দিয়ে ৭ জন পাস করেছে। পাসের ৮৭ দশমিক ৫০।
পদার্থবিজ্ঞানে ২৫ হাজার ৯৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২১ হাজার ১৪৪ জন। ৮১ দশমিক ৫০ শতাংশ। রসায়নে ২৫ হাজার ৯৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ৩৭২ জন। পাসের হার ৭৮ দশমিক ৫২ শতাংশ।
জীববিজ্ঞানে ২৫ হাজার ৭৪৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ২৭৫ জন। পাসের হার ৭৮ দশমিক ৭৪ শতাংশ। ইংরেজী অংকনে ১৩৫ জন পরীক্ষা দিয়ে ১৩৫ জন পাস করেছে। পাসের হার শতভাগ।
কৃষিশিক্ষায় ২৫ হাজার ৭০২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫ হাজার ১৬৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৯১ শতাংশ। ইসলাম শিক্ষায় ১৫ হাজার ১৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪ হাজার ৮৯৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।
হিসাববিজ্ঞানে ২৬ হাজার ৯১৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ৬৩৮ জন। পাসের হার ৭৬ দশমিক ৬৭ শতাংশ। উচ্চতর গণিতে ২৪ হাজার ৭০৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪ হাজার ৯৪২ জন। পাসের হার ৬০ দশমিক ৪৮ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম বলেন, শতভাগ নকলমুক্ত পরিবেশে এবার পরীক্ষা নেওয়া হয়েছে। কিছু ভেন্যু কেন্দ্র কমিয়ে আনা হয়েছে। যার কারণে ফলাফলে বিপর্যয় ঘটেছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com