সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মতিউর রহমান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টিসহ বজ্রপাত হলে এ ঘটনা ঘটে। গলাচিপা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা স্বীকার করেছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চরহরিদেবপুর গ্রামের কৃষক মো. মতিউর রহমান (৬৫) ধানের বীজ রোপনের জন্য ক্ষেতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকার লোকজন মৃত দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে এবং মতিউরের বজ্রপাতে মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com