সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপায় বেপরোয়া গতির ট্রলির আঘাতে মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।আহতরা হলেন, গলাচিপা উপজেলা পানপট্টি ইউনিয়নের মাসুম হাওলাদার (১৮) রবজে আলী খলিফা (৫৫) ও রবজে আলী খলিফার স্ত্রী মমতাজ বেগম (৪৫)। বুধবার সন্ধায় কাচারীকান্দা রোডে এ ঘটনা ঘটে।
আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্মরত চিকিৎসক ডাঃ মো: মস্তফা সিকদার উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত মাসুমকে বরিশাল শেরই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধায় মাসুম হাওলাদারের বেটারী চালিত অটো রিক্সাযোগে বরজে আলী খলিফা ও তার স্ত্রী মমতাজ বেগম গলাচিপা সদর থেকে উলানিয়া বন্দরে যাওয়ার সময় পথিমধ্যে কাচারীকান্দা পাকা সড়কে পিছন থেকে ধ্রুতবেগে ট্রলির চালক বাহাউদ্দিন অটো রিক্সাটিকে ধাক্কা দিলে অটো চালকসহ ওই দম্পত্তি গুরুতর আহত হয়।
পরে ট্রলি চালক তার ট্রলিটি ফেলে পালিয়ে যায়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com