সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী।
" চোখ বুঝিলে দূনীয়া আধার" প্রচলিত কথা বা এর বাস্তবতা থাকলেও অনেকেই দরিদ্রতার কারণে চোখের জন্য সু- চিকিৎসা করাতে না পেরে হয়তো অনেকই হারিয়েছেন দৃষ্টশক্তি। সরকারের পাশা-পাশি এসকল হতদরিদ্রদের চিকিৎসার সেবা দিতে ৬ অক্টোবর রবিবার পটুয়াখালী গলাচিপা উপজেলার পৌর সভার হলরুমে ঢাকে সেন্ট্রোল লায়ন্স চুক্ষু হাসপাতালের আয়জনে একদিনের চুক্ষু সেবা কর্মসূচি আয়োজন করেছেন।
এ সময়ে উপজেলার বিভিন্ন অঞ্চলের হতদরিদ্র ও স্ববলম্বী পরিবার স্বল্প খরচে চোখের বিভিন্ন রোগের সেবা নিতে ভির জমায় একদিনের অস্থাশী চক্ষু সেবা কেন্দ্রে। সেবা নিতে আসা আব্দুল করিম, মজিদুল ইসলাম, ইব্রাহী গাজী, আয়শা বেগম, রাবেয়া খাতুন, নির্মল দাস, হরিপদ চন্দ্র দে সহ অনেকেই জানিয়েছেন, ৫০(পঞ্চাশ) টাকার টিকিট দিয়ে চোখের চিকিৎসা নিতে এসেছি, প্রথমে ডাক্তার দেখে, পরে কিছু ড্রোপ দেয়, পরে আবার দেখে কাগজে ঔষদের নাম ল্যাইখ্যা দেয়।
এবিষয়ে ঢাকা সেন্ট্রোল লায়ন্স হাসপাতালের চিকিৎসক ডাঃ মশিউর রহমান বলেন, আমরা স্বল্প খরচে বিভিন্ন রোগীদের চুক্ষু সেবা দিয়ে আসছি, ভবিষ্যতে আমরা বিনা মূল্যে সকল ধরণের অপরেশনের ব্যবস্থা করবেন বলে জানা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com