নিজেদের জমির দখল ধরে রাখতে পারছে না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ওয়াকফ এস্টেট বা মুক্তিযোদ্ধা কল্যাণ বোর্ডের নামে সাইনবোর্ড টানিয়ে একের পর এক প্লট দখল করে নিচ্ছে চিহ্নিত ভূমিদস্যুরা। আর গৃহায়ন দায় সারছে শুধু থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার মাধ্যমে। বাস্তবে বেদখল জমি উদ্ধার তো দূরের কথা, প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলতেও অনাগ্রহী সরকারি এ দপ্তরের কর্তাব্যক্তিরা। বরাদ্দ পাওয়া বহু মুক্তিযোদ্ধা, প্রবাসী ও সাধারণ নাগরিক বছরের পর বছর প্লট বুঝে না পেয়ে ঘুরছেন থানা, ডিসি অফিস ও স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারে। অথচ প্রশাসন নির্বিকার। ভূমিদস্যুরা দখল করা সেই জমিতে গড়ে তুলছে ঘর, গ্যারেজ, অফিস, আর সেগুলোর পাহারা দিচ্ছে গৃহায়নেরই নিয়োজিত আনসার সদস্যরা। যদিও শুরুতে আনসাররা বাধা দিতে গিয়ে দখলদারদের হাতে মারধরের শিকার হয়েছেন।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সব নিয়ম মেনে মিরপুরের রূপনগর থানাধীন দুয়ারীপাড়া এলাকায় একটি প্লট বরাদ্দ নেন যুদ্ধাহত ‘ক’ শ্রেণির মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন। কিন্তু স্থানীয় এক ভূমিদস্যু চক্র সেই প্লট দখল করে নিয়েছে। একটি বাহিনীর গোয়েন্দা শাখায় কর্মরত শফিউদ্দিনের ছেলে জমি উদ্ধারে থানায়, ডিসি অফিসে এবং স্থানীয় প্রভাবশালী রাজনীতিকদের কাছে ধরনা দিয়েও কোনো সহায়তা পাননি। শফিউদ্দিন শুধু একা নন, এমন অনেকে আছেন যারা গৃহায়নের কাছ থেকে সারা জীবনের সঞ্চয় দিয়ে প্লট কিনে আজও তা বুঝে পাননি।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ৫/৭২-৭৩ এলএ কেসের ভিত্তিতে মিরপুরের রূপনগর থানাধীন দুয়ারীপাড়া এলাকার ‘ক’ ও ‘খ’ ব্লকে প্রায় ৩০ একর জমি অধিগ্রহণ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সেসব জমিতে ৪৭৪টি প্লট তৈরি করে বিক্রি করে গৃহায়ন; কিন্তু নিজেদের অধিগৃহীত জমি দখলে নিতে ব্যর্থ হয় সংস্থাটি। ফলে প্লট বিক্রি করেও ক্রেতাদের জমির দখল বুঝিয়ে দিতে পারেনি।
২০০৯ ও ২০১৯ সালে দু’দফায় উচ্ছেদ অভিযান চালায় গৃহায়ন কর্তৃপক্ষ। কিন্তু এর পর থেকেই স্থানীয় ভূমিদস্যুদের সঙ্গে এক ধরনের চোর-পুলিশ খেলা চলছে। দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগে প্লট বরাদ্দ পাওয়া মালিকরা জমি বুঝে পাচ্ছেন না। বিগত সরকারের সময় এসব জমির দখল ছিল স্থানীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস মোল্লার অনুসারীদের হাতে। গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে দখলদারদের হাতও বদলায়। পুরোনো দখলদাররা এলাকা ছেড়ে গেলেও এসব প্লট দখলমুক্ত হয়নি। নতুন একটা গ্রুপ এসব দখলে নেতৃত্ব দিচ্ছে।
গৃহায়নের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে গৃহায়নের প্লট দখলের উৎসব চলছে। নানা স্তরের প্রভাবশালীরা এসব জমি দখলে নেতৃত্ব দিচ্ছেন। বলতে গেলে এখন প্রায় পুরো এলাকাই ভূমিদস্যুদের দখলে। তারা সেখানে ভাড়া দেওয়ার জন্য প্লট তৈরি করেছে, বানিয়েছে ২০টির বেশি রিকশা গ্যারেজ। গৃহায়ন কর্তৃপক্ষ জমির নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করলেও তাদের ওপর একাধিকবার হামলা করা হয়েছে।
জানা গেছে, নিজেদের জমি উদ্ধারে রূপনগর থানায় বেশ কয়েকটি জিডি ও মামলা করেছে গৃহায়ন কর্তৃপক্ষ। এর মধ্যে ২০২৫ সালের ২৮ জানুয়ারি করা ৩টি জিডিতে ‘ক’ ব্লকের ৫ নম্বর রোডের ১১, ২৬ ও ২৮ নম্বর এবং ৪ নম্বর রোডের ১৪ নম্বর প্লট বেদখলের কথা বলা হয়। ৭ এপ্রিল করা জিডিতে ৬ নম্বর রোডের ১০ নম্বর প্লট এবং ২৭ মার্চের জিডিতে ৭ নম্বর রোডের ২৯ নম্বর প্লট দখলের অভিযোগ করা হয়। ১৫ মে করা আরেক জিডিতে ৭ নম্বর রোডের ৩২ নম্বর প্লট এবং ৩ মার্চের জিডিতে ‘বি’ ব্লকের ১ নম্বর রোডের ২৩, ২৫ ও ২৭ নম্বর প্লট দখলের অভিযোগ করা হয়। এ ছাড়া গৃহায়নের আনসারদের ওপর হামলা, ঘর ভাঙচুরসহ একাধিক ঘটনায় মামলাও হয়েছে। কিন্তু আইনি প্রতিকার চেয়ে করা এসব জিডি বা মামলায় দৃশ্যত কার্যকর তেমন কোনো ব্যবস্থা নেই।
দখলদারদের তালিকা, জমির বিবরণসহ একাধিক প্রতিবেদন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে জমা দিয়েছেন মিরপুর-১ সার্কেলের কর্মকর্তারা। সম্প্রতি পাঠানো এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের উচ্ছেদ অভিযানে সেকশন-৮ (দুয়ারীপাড়া), ব্লক ‘ক’ ও ‘খ’ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্লট মালিকদের বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হয়। কিন্তু গত সাত-আট মাসে ওই এলাকাতেই ফের দখল শুরু করে একটি ভূমিদস্যু চক্র।
আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকবার ইটের দেয়াল, গেট ভেঙে দেওয়া এবং একাধিক জিডি করা হয়। এর পরও ওই এলাকায় ৩২টি সাইনবোর্ড, ৯টি টিনশেড ঘর, ১২টি অবৈধ টিনঘর, ১০টি টিনের বেড়া ও ২০টির মতো রিকশার গ্যারেজ গড়ে তোলা হয়েছে। এসব জায়গায় চলছে দীর্ঘদিনের অবৈধ ব্যবসা।
প্রতিবেদনে চিহ্নিত ১৮ জন ভূমিদস্যুর নামও রয়েছে। তারা হলো—আজিজুল হক, সোহেল আনসারী, আবুল কালাম আনসারী, মো. বাশার মিয়া, মোবারক মেম্বার গং, শফিক গং, শিবু মোল্লা গং, জহিরুল ইসলাম গং, সাইফুল ইসলাম গং, জসিম ওরফে জামাই জসিম, সোহেল, ইউসুফ, সেলিম গং, আরিফ, জান্নাতুল ফেরদৌস সুমি, শারমিন আক্তার, শিল্পী ওরফে খালিদা এবং মো. দুলাল।
এই চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত হয়েছেন এম আশরাফুল ইসলাম ও বিল্লাল চেয়ারম্যান নামে দুজন। এ ছাড়া গৃহায়নের ঢাকা ডিভিশন-১-এর ৮ নম্বর সেকশনের সার্ভেয়ার আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসারে, দুর্বল প্লট মালিকদের তালিকা তিনি ওই দখলদার চক্রকে সরবরাহ করেন।
যুদ্ধাহত ‘ক’ শ্রেণিভুক্ত মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিনের বরাদ্দ পাওয়া ৯ নম্বর রোডের ৩ নম্বর প্লটটি ৫ আগস্টের পর ‘ওয়াকফ এস্টেট’-এর সাইনবোর্ড ব্যবহার করে দখল করে নেয় চক্রটি। বর্তমানে সেখানে দখলদাররা ভবন নির্মাণ করছে। গৃহায়নের কিস্তি পরিশোধ করা এবং ব্যাংক ঋণ নিয়ে ঘর তোলার পরিকল্পনা থাকলেও এখন শফিউদ্দিন নিজেই প্লটে পা রাখতে পারছেন না। তার সন্তান বহু জায়গায় ধরনা দিয়েও কোনো সহায়তা পাননি।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাম্মেল হক বলেন, ‘গৃহায়নের জায়গা ঠিক আছে, তবে এখানে আরও কয়েকটি পক্ষ রয়েছে। ওয়াকফ এস্টেট, মুক্তিযোদ্ধাদের একটি পক্ষসহ প্রায় পাঁচটি গ্রুপ রয়েছে, যারা লড়াই করছে। জমির বিষয়গুলো দেওয়ানি মামলা, আদালতের বিষয়। তবে ফৌজদারি মামলা আমরা দেখছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছি বলেই এখনো কিছু জমি রক্ষা করা সম্ভব হয়েছে, না হলে সব চলে যেত।’
এ প্রসঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা উপ-বিভাগ-১-এর উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, ‘দুয়ারীপাড়া ‘ক’ ও ‘খ’ ব্লকের কিছু জমি ও প্লট দখল হয়ে গেছে। এসব বিষয়ে রূপনগর থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি ও মামলা করা হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, শিগগির সব দখলকৃত জমি উদ্ধার করা হবে। সৌজন্যে :কালবেলা
রাজধানীর মিরপুরে ডিওএইচএস ও স্বপ্ননগর আবাসিক এলাকায় অবৈধভাবে দখলে থাকা প্রায় ৩ একর জমি উদ্ধার করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।গত চার বছর ধরে একটি প্রভাবশালী চক্র এই জমি জালিয়াতির মাধ্যমে দখল করে রেখেছিল এবং সেখানে বহুতল ভবন, হাউজিং প্রকল্প ও বাণিজ্যিক মার্কেট নির্মাণের পরিকল্পনা ছিল তাদের। সম্প্রতি আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমিটি দখলমুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে এনেছে গৃহায়ন কর্তৃপক্ষ।
উদ্ধারকৃত জমির বাজারমূল্য ১০০ কোটি টাকার বেশি বলে জানায় গৃহায়ন কর্তৃপক্ষ।এর আগে মিরপুর এলাকা থেকেই আরও প্রায় এক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার হয়েছিল।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয় এবং মিরপুরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, মিরপুর ৯ নম্বর সেকশনের বাউনিয়া মৌজায় সরকারের পক্ষে তৎকালীন গৃহ সংস্থান অধিদপ্তর (বর্তমানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ) মোট ১৬৮ একর জমি অধিগ্রহণ করে।
এই জমির গেজেট প্রকাশিত হয় ১৯৭০ সালের ২৯ জানুয়ারি, ১৯৭৪ সালের ৩১ অক্টোবর এবং ১৯৯০ সালের ২০ সেপ্টেম্বর।এর ধারাবাহিকতায় বাউনিয়া মৌজার ৩১২৪ নম্বর দাগভুক্ত ১৪.৫৮ একর জমি তিন ধাপে অধিগ্রহণ করে গেজেটভুক্ত করা হয়। এই দাগের মধ্যে অধিগ্রহণের বাইরে কোনো জমি নেই।১৯৯০ সালের ২৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে অধিগ্রহণকৃত জমির নকশা চিহ্নিত করে গৃহায়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে আধুনিক ডিজিটাল সার্ভের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হয় এবং ২০১৫ সালের ১০ মার্চ দুই ধাপে সীমানা পিলার স্থাপন করে জমি হস্তান্তর সম্পন্ন হয়।
তবে গত চার বছর ধরে ওই জমি দখল করে সেখানে বহুতল হাউজিং প্রকল্প গড়ে তোলার চেষ্টা করছিল স্থানীয় প্রভাবশালী একটি মহল। এই ৩ একর জমি পুনরুদ্ধারে গৃহায়ন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি উচ্চপর্যায়ের উচ্ছেদ কমিটি গঠন করে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com