যশোর জেলা প্রতিনিধি : যশোরের কেশবপুরে বোমা বিষ্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশ স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে।
আটক ফারুক হোসেন উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঘেরে কুড়িয়ে পাওয়া একটি বোমার বিস্ফোরণে বাউশলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান (১০) নিহত এবং তার মা নিলুফা বেগম (২৭) ও বোন মারুফা (৪) আহত হন।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, আব্দুর রহমানের বাবা মিজানুর রহমান চলাচলে অক্ষম হওয়ায় তার স্ত্রী নিলুফা মাঠে/ঘেরে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার কাজ দেখাশোনা করেন।
“দুপুরে তিনি ঘেরে স্যালো মেশিনের কাছে একটি কৌটা দেখতে পেয়ে তা বাড়ি নিয়ে আসেন।”
ওসি বলেন, বাড়িতে নিলুফা, ছেলে আব্দুর রহমান ও মেয়ে মারুফা মিলে কৌটাটি খোলার চেষ্টাকালে সেটি বিষ্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে আব্দুর রহমান নিহত হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় উল্লেখ করে ওসি বলেন, এই সময় ঘেরে স্যালো মেশিনের পাশে বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের একটি টং ঘরে অভিযান চালায় পুলিশ।
“ওই ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে বোমার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।”
থানায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com