চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তর পারোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে একটি বসতঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজন নিহত নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দমকল বাহিনীর চট্টগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর পান।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।
পরে পুড়ে যাওয়া ঘরটি থেকে একই পরিবারের ৫ জনের অগ্নিদ্ধ লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পরিবারের আরেক সদস্যকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।তাৎক্ষনিক ভাবে হতাহতদের নাম এবং আগুন লাগার কারণ জানা যায়নি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com