রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ
একশনএইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয় বাজেট নিয়ে ভার্চুয়াল সংলাপ।
২৯ মে, ২০২১ একশনএইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও যুবদের সাথে “জাতীয় বাজেট ২০২১-২২ এ যুব খাঁতে বরাদ্দ বৃদ্ধি, যুবদের জন্য বিশেষ বরাদ্দ, বেকার ভাতা প্রদান ও উদ্যোক্তাদের সহজে ঋণ প্রদান সহ বিভিন্ন দাবী জানায় এই আলোচনা সভায়।
বিশেষ এই আলোচনা সভায় অংশ নেন নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ যুব সদস্যরা। এই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও এসএম শাহজাদা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সায়েদা রুবিনা আক্তার, সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান হেদায়াতুল্লাহ আল মামুন, আজহার ইসলাম খান, ডিজি- যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের-বাপা এর যুগ্ম সচিব ইকবাল হাবীব, একশনএইড বাংলাদেশ এর ম্যানেজার নাজমুল আহসান, আবরার হোসেইন সায়েম- পরিচালক সায়েম গ্রুপ, অধ্যাপক এমএম আকাশ, তানভীর হাসান সৌরভ- সিইও সোসিয়ান লিমিটেড, শুক্লা সারয়ার সিরাত- মহাসচিব গুলশান সোসাইটি, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, আক্তার উদ্দিন- প্রধান ইউএনভি বাংলাদেশ, অধ্যাপক শাহ্ আজম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহ আরও অনেকে।
আয়োজিত এই সভায় আলোচকদের আলোচনায় উঠে আসে জাতীয় বাজেট ২০২১-২২ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা-
১। যুব খাঁতে বাজেট বৃদ্ধি।
২। উদ্যোক্তাদের জন্য ঋণ সহজীকরণ ও বিশেষ বরাদ্দ
৩। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্যাকেজ
৪। ইন্টারনেট এর দাম কমানো ও সেবার মান বৃদ্ধি
৫। কৃষি খাঁতে বরাদ্দ বৃদ্ধি ও পণ্যের ন্যায্য মূল্য প্রদান
৬। শিক্ষা খাঁতে বরাদ্দ বৃদ্ধিসহ মান উন্নয়ন
৭। জাতীয় যুব কাউন্সিল গঠন
৮। সবার জন্য খাদ্য নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়ন
৯। পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ
১০ যুব ব্যাংক প্রতিষ্ঠা
১১। বেকার ভাতা প্রদান
১২ পরিবেশ ও জলবায়ু খাঁতে বাজেট বৃদ্ধি ও টেকসই উন্নয়ন।
বিশেষ এই আয়জনে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিয় প্রাপন অর্ক চক্রবর্তী।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com