স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা ,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ১০ মে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,মহানগর কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ বশির আহম্মেদ ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী জাকির আজাদ,সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন ,শ্রমিক পার্টির নেতা সোবাহান,বিশিষ্ট আইনজীবী এ্যাড.হুমায়ুন কবির মাসুদ, সদর উপজেলা কমিটির প্রচার সম্পাদক রিপন, দপ্তর সম্পাদক জামাল, জাতীয় পার্টির নেতা মোঃ আলাউদ্দিন হাওলাদার ,ওবায়দুল হক বাদল, শাহিন নুরে আলম সাজু,মোঃ জাকির হোসেন, ছাত্র সমাজ বিএম কলেজ শাখার লাবু মিয়া প্রমুখ।
ইফতার পুর্ব আলোচনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ বশির আহম্মেদ ঝুনু বলেন ,বরিশালে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। বরিশালের মাটি জাতীয় পার্টির ঘাটি ছিল সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি পার্টির চেয়ারম্যান হুসেইন মোঃ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বলেন,আসুন আবার আমরা বরিশালে জাতীয় পার্টির কর্মতৎপরতা শুরু করি। জনাব ঝুনু বলেন, আমরা ইতিমধ্য জাতীয় পার্টির পক্ষ থেকে অসহায়,দুঃস্থ্য ও জাতীয় শ্রমিক পার্টির অসহায় এবং কর্মহীনদের মাঝে এান বিতরণ করেছি।
তিনি বলেন যারা এ ইফতার মাহফিল সুন্দরভাবে সফল করেছেন এবং অংশ গ্রহন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম এম এ ছালাম।
ইফতার মাহফিলে জাতীয় পার্টির জেলা,মহানগর ও সদর উপজেলার নেতৃবৃন্দ,সাংবাদিক,বিভিন্ন পেশার প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com