লোকে বলে জারজ আমি,,
বাবার নাম জানিনা।।
কি কারনে জারজ বলে,,
তাও বুঝিনা।।
মায়ের কাছে জানতে চাইলে,,
জবাব মেলেনা।।
শুধু বলেন অনেক বড় মানুষ,
ছিলেন আমার বাবা।।
মুরুব্বিরা আমায় দোয়া করেন,,
অনেক বড় হও।।
বড় হয়ে দেশে দশে,,
খুব নাম কামাও।।
যদি আমি হতে চাই,,
বাবার মতো বড়।।
তাহলে কি জারজ সন্তান
থাকবে আমারও??
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com