জ্ঞানীরা মরে না
জ্ঞানীরা মরে না
যায় না জলে ডুবে
জ্ঞান অর্জনের দুটো পথ
বইয়ের পাতায় যে ডুবে
ভ্রমণ করে কর জ্ঞান অর্জন
চির সুখে রবে
ভালবাসা দিয়ে গড়ে তোল
সমুদ্রে জ্ঞান পাবে
সকল দুঃখে সুখ শান্তি
জ্ঞানীর জ্ঞানে ভবে
সমর্পণ করি বইয়ের মাঝে
আত্মার শান্তি হবে
জগৎ জলে ভেসে থাকে
আলো ছড়াও তবে
তুমি জ্ঞানী সাঁতার কাটে
কুল কিনারা পাবে
ভালবাসা দামী হবে
জ্ঞানীর হৃদয় মাঝে।
এ এ মাহমুদ।
ঢাকা, বাংলাদেশ।
তারিখ- ১১/০১/২০২২, খ্রিস্টাব্দ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com