মোঃনজরুল ইসলামঃ
বেড়েই চলছে ঝালকাঠিতে মহামারী ভাইরাস করোনায় শনাক্ত সংখ্যা। জেলায় মোট শনাক্ত সংখ্যা তিন’শ ছাড়াল।আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ জনে। এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন অফিস সুত্র। বুধবার (৮ জুলাই)রাতে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবুয়াল হাসান জানান, জেলায় নতুন করে ১৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।এরমধ্যে জেলা সদরে ৯জন এবং রাজাপুরে ৭ জন।তবে বুধবার রাত পর্যন্ত পাওয়া রিপোর্টে মোট ৩০৫ জন শনাক্তদের মধ্যে ১৫১ জন সুস্থ হয়েছেন বলেও সিভিল সার্জন জানান।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সদর উপজেলার একই পরিবারের তিনজন করোনায় প্রথম শনাক্ত হন। এরপর থেকে এ জেলায় করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা বেড়েই চলছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com