ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ফেইসবুকে পরিচয়ে এক তরুনীর নগ্ন ছবি তুলে টাকা দাবী ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমুকির অভিযোগে তরুনীর দায়ের করা মামলায় অভিযুক্ত যুবক ফয়সাল ৩২ কে প্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে ওই যুবককে আটক করে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়।
আটক ফয়সাল নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।
অভিযোগে ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই মফিজুর রহমান জানান, একই উপজেলার (২৫) তরুনীর সাথে অভিযুক্ত যুবকের ফেইসবুকে পরিচয়ের সুত্র ধরে বন্ধুত্ব করে ঘনিষ্টতা করে কৌশলে ওই তরুনীর নগ্ন ছবি তুলে। এরপরে ওই তরুনীকে নানাভাবে ব্লাকমেইল শুরু করে এবং ওই তরুনীর পরিবারের কাছে টাকা দাবী করে ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী ওই তরুনী বাদী হয়ে নলছিটি থানায় ২ জুলাই শুক্রবার ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ।
এ ব্যাপারে নলছিটি থানার উপ পরিদর্শক মফিজুর রহমান জানান, ফয়সাল আহমেদ একটি মেয়ের নগ্ন ছবি তুলে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিলো এমন অভিযোগ করেন এক তরুনী। এ ঘটনায় ভুক্তভুগী তরুনী নিজেই বাদি হয়ে অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com