মামুনুর রশীদ নোমানী : ঝালকাঠীর এক নারী পুলিশ সদস্য বিষপানে আত্মহত্যা করেছে। বিকেল সাড়ে তিনটার দিকে বিষপান করলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮ টার দিকে মৃত্যু হয়।
শেবাচিম হাসপাতাল সুত্র জানায়, নাদিয়া আফরিন নামে এক পুলিশ সদস্য বিষপান করে বিকেল চারটার দিকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। তার স্বামি তরিকুল ইসলাম সে ঝালকাঠী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্য। সম্প্রতি নাদিয়া আফরিনের প্রেম করে বিয়ে হয় তরিকুল ইসলামের সাথে। বিয়ের পরে নাদিয়া আফরিন জানেন যে তার স্বামি তরিকুল ইসলামের আরো একটি স্ত্রী রয়েছে। রাগে ক্ষোভে বিষপান করে নাদিয়া আফরিন।
নাদিয়া আফরিনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম।
এদিকে নাদিয়া আফরিনের স্বামী তরিকুল ইসলামকে ঝালকাঠী সদর থানা পুলিশ আটক করেছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com