ঠাকুরগাঁও প্রতিনিধি
নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল বিজয়ী দলের সদস্য সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে গণসংবর্ধণা দিয়েছেন জেলা প্রশাসন ঠাকুরগাঁও।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো তাদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
সকালে নিজ বাড়ি থেকে ঢাক ঢোলের সুরে গাড়ি বহর করে তাদেরকে আনা হয় গণসংবর্ধনায়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
অভ্যর্থনা ও গণমানুষের এমন ভালবাসা পেয়ে সোহাগী ও স্বপ্না বলেন, এমন একটি দিন আমাদের জীবনে আসবে আমরা কখনো ভাবতে করতে পারিনি। এত বেশী ভালোবাসা পাচ্ছি বলার মত নেই। আমরা ঠাকুরগাঁওবাসীর কাছে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের তাজুল স্যারের প্রতি। যিনি আমাদের এখানে আসতে সাহায্য করেছেন। তিনি এমন উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আজ এত ভালবাসা পেতাম না। সেই সাথে যারা আমাদের কোচ ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা রাখছি এ সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা আশা করি সৃষ্টিকর্তার রহমতে একদিন বিশ্বকাপ খেলব।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com