তুমিহীন ধূসর পৃথিবী :শামীমা সুলতানা #
তুমিহীন এক একটি ঘন্টা যেনো যুগ যুগান্তর
সূর্যাস্ত আর গোধুলির রুপ আজ আমি চিনিনা !
থৈ থৈ অন্ধকারে কেবলই নিজেকে খুঁজে বেড়াই
তুমিহীন ধূসর এই পৃথিবীটা কি অসহ্য যন্ত্রণার!
নিদ্রাহীন রাত্রির ক্যানভাসে কেবলই তোমার অভায়ব,
শিকারীর হাতে গুলিবিদ্ধ পাখির মতো ছটফট করে হৃদয়।
বোবা কান্নায় ভিজে যায় বালিশ বিছানা !
তবুও বৃষ্টি ঝরা আকাশের মতো হালকা হয়না বুক।
ক্রমাগত বুকে আঘাত করে অপারগতার চাবুক
তবুও অজানা অপরাধের দায় ফুরায় না!
তুমিহীন এক একটি ঘন্টা- -
মহা সমুদ্রে নাবিকবিহিন জাহাজের যাত্রীর চেয়েও ভয়ংকর নিঃসঙ্গ।
তুমিহীন বৈশাখী মেলার মাঠ শ্মশানের মতো নিরব!
নিঃসঙ্গ বেদনায় কেঁদে ভাসে কুমারী হৃদয়।
জমে আছে হাজারও কথামালা তবুও নিশ্চুপ আমি
পরিখার মাঝে ভয়ার্ত মুক্তিকামি দেশপ্রেমিকের মতো।
তুমিহীন পার্কের বেঞ্চ পড়ে আছে নিভৃতে একা
যুগল আখিতে চন্দ্রিমা রাত আর হলোনা দেখা!
তুমি আজ খুঁজে পেলে তোমার সুখের ঠিকানা
তুমিহীন প্রতিটি মুহূর্ত আমার বড্ড একলা একা।
রচনাকাল ১জানুয়ারি ২০২৩
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com