বিডি ২৪ অনলাইন নিউজ: দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ধস নেমেছে এসএসসি পরীক্ষায় পাসের হারে। পাশের হার কমেছে ২৭ দশমিক ৭ শতাংশ। কমেছে জিপি এ-৫ প্রাপ্তি। বাড়েনি পাশ করা ( ফলাফল শূণ্য) কলেজের সংখ্যাও।
এবার এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এই ফলাফল নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
এবারে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে।
এবার এ বোর্ডে ৪৩ টি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করেনি। গতবার (২০২৪ সাল) পাশ করেনি ২০টি কলেজ।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এরমধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। এবারো এগিয়ে আছে ছাত্রীরা।
এবার বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন। এবার শতভাগ পাশ করা কলেজের সংখ্যাও কমেছে। শতভাগ পাশ করেছে ১১ টি কলেজ। গতবার শতভাগ পাশ করেছিল ১৫টি কলেজ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com