দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে পুলিশের ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে নিচে পড়ে বিপ্লব (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে বিপ্লব ভূমি অফিস সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের (বাড়ি) ৫ম তলায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করছিল। সংবাদ পেয়ে দুমকি থানার এসআই মো. আল মামুন ওই নির্মাণাধীন ভবনে ঢুকে বিপ্লবকে আটক করতে ধাওয়া দিলে পালাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেবাচিম হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার পথে বরিশালের কাশিপুর এলাকায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
শাহজাহান হাওলাদারের জামাই সিদ্দিকুর রহমান তার শ্যালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ওই ভবনের নির্মাণ শ্রমিক আমির হামজা জানান, পুলিশ বিপ্লবকে ধরতে ধাওয়া দিলে দৌড়ে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
দুমকি থানার এসআই মামুন বলেন, বিপ্লবের নামে থানায় একটি মাদক মামলায় ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট তামিল করতে গেলে টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে নিচে পড়ে যায়।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, বিপ্লব মাদক মামলার আসামি। তিনি পুলিশ দেখে পালাতে গিয়ে নিচে পড়ে গেছেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com