পটুয়াখালী প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজার গতকাল বিজয়া দশমী। ষোড়শপচারে দেবী দূর্গার দশমী বিহিত পুজা সমাপনান্তে দেবীর দর্পণ বিসর্জনের মাধ্যমে শাস্ত্রীয়ভাবে শেষ হয়েছে এই উৎসব। রামচন্দ্র রাবন বিনাশের উদ্দেশ্যে মহামায়ার নির্দেশে শরৎকালে দেবী দূর্গার অকাল বোধন করেন। নবমীতে রাবন বধ হয়।
দশমীতে রাম লঙ্কা বিজয় করে বিজয় উৎসবের মাধ্যমে দেবীর আরাধনা করে বিসর্জন করেন তাই দশমীকে বিজয়া দশমী বলা হয়। তখন থেকেই আসুরিক শক্তির বিনাশ, পাপ থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় এই তিথিতে দুর্গোৎসবের আয়োজন করা হয়।দেবীকে সামনের বছর আবার আসার আমন্ত্রন জানিয়ে বিদায়ী বরণ করেন নারীরা।
এ সময়ে বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুরে রাঙ্গিয়ে দেন। রাতে প্রতিমা বিসর্জন করে মাকে বিদায় জানিয়ে দুখঃ ভারাক্রান্ত হৃদয়ে ঘরে ফিরবেন সবাই। শ্রী সমীর গাঙ্গুলী, পুরোহিত, শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখড়া বাড়ী, নতুন বাজার, পটুয়াখালী।সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসব আবার আগামী বছর ফিরে আসবে এবং একযোগে আনন্দে মেতে উঠবেন সকলে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com