মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি:
নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন'র দায়ে ২৪ মে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ (গ) ধারায় ২ জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের আবদুল রশিদ রাঢ়ীর ছেলে লোকমান হোসেন রুবেল (৩৫) এবং নলছিটি পৌরসভার অনুরাগ এলাকার মৃত আবদুল ওয়াহেদ হকের ছেলে মোজ্জামেল হক (৫৫)।
সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার বলেন, নদীভাঙ্গন রোধে প্রশাসন'র এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com