মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি:
নলছিটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় লিটন কুমার ও উত্তম কুমার নামের দুই সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
২৩ জুন বুধবার ও ২৪ জুন বৃহস্পতিবার উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজকুণী গ্রামের বটতলা, স্কুল বাড়ি ও তালতলা বাজার এলাকায় কয়েক দফা হামলা ও হুমকি ধামকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে জানিয়েছেন।
হামলায় আহত লিটন কুমার জানান, গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুবিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী মেম্বার মোহম্মদ মনিরুজ্জামান তালুকদারের পক্ষে আমরা নির্বাচন করেছি। তার নির্বাচন করায় পরাজিত সংরক্ষিত মহিলা আসন ৪,৫ ও ৬ এর সদস্য প্রার্থী মোসাঃ রেহেনা বেগম ও তাঁর সমর্থক আবদুস ছালাম,জায়েদা বেগম, জাহাঙ্গীর হাওলাদার, রেহেনা বেগম, জামাল ও নজরুল মুন্সী আমার ও আমার বড় ভাইয়ের উপর হামলা চালায় এবং বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছে।
৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোহম্মদ মনিরুজ্জামান তালুকদার বলেন, লিটন কুমার ও উত্তম কুমার আমার একনিষ্ঠ কর্মী। আমার পক্ষে নির্বাচন করার কারনে পরাজিত মহিলা প্রার্থী ও তার লোকজন লাঠিসোঁটা দিয়ে কয়েকবার তাদের উপর হামলা চালিয়েছে এবং হুমকি দিচ্ছে। ভয়ে এখন তারা বাড়িতে যেতে পারছে না। এখন তারা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে।
এ বিষয়ে নলছিটি থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
পরাজিত মহিলা প্রার্থী রেহানা বেগম বলেন,আমরা তাদের উপর কোনো ধরনের হামলা করিনি। বরং তারা আমাদের উপর হামলা চালিয়েছে।
সুবিদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর মোহম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com