মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি:
নলছিটি শাবাব ফাউন্ডেশন ১৯তম মানবিক দাফন সম্পন্ন করেছে।
ঝালকাঠির ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর গ্রামের সৈয়দ আব্দুল মালেক'র সহধর্মিণী আফিয়া বেগম বয়স (৬৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। তার করোণা পজিটিভ ছিল। এটি নলছিটি শাবাব ফাউন্ডেশন'র১৯ তম মানবিক দাফন। মুফতি জয়নাল আবেদীন এর নেতৃত্বে শাবাব ফাউন্ডেশন'র মহিলা ইউনিট সার্বিক কার্যক্রম পরিচালনা করন। উপস্থিত ছিলেন হানযালা নোমানি,হাসিবুল হাসান সবুজ,শাহাদাত ফকির,কামাল হোসেন,আবদুর রহমান, জামাল হোসেন, মহিলা সদস্য নাজমা বেগম,,শেফালি বেগম,রানি বেগম প্রমুখ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com