দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা॥
পটুয়াখালীর দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকায় সংখ্যালঘূ পরিবারের দোকান ঘর দখলের উদ্দেশ্য হামলা ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার বাদী যতিন মজুমদারকে প্রধান আসামী করে ওই সংখ্যালঘূ পরিবারের পাচ সদস্যর বিরুদ্ধে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন হামলা মামলার প্রধান আসামী জহির হোসেনের স্ত্রী ফিরোজা বেগম। মামলার আসামীরা সকল্ইে এখন দশমিনা ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন। মামলার ঘটনায় সংখ্যালঘূ ওই পরিবারটি আতংকে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দশমিনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো: আশিকুর রহমান দশমিনা থানাকে মামলাটি তদন্ত পূর্বক এজাহারের নির্দেশ দিয়েছেন। দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন জানান, মামলার আদেশ কপি এখনো থানায় এসে পৌছেনি॥
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com