জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার রাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এটি আগামী পাঁচদিন অব্যাহত থাকবে। দুর্যোগপূর্ন আবহাওয়া কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এখন ২ নম্বর সতর্ক সংকেত চলছে। সাধারণত ৪ নম্বর সংকেত জারি হলে সভা আহ্বান করা হয়। এরপরও ইউএনওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com