রানা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে জেলা পর্যায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন।
২২ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় ৯৪ নং উত্তর কালিকাপুর সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার, সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিরিন আকতার, গলাচিপার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন, সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাগরিকা রাহা, মোঃ নিজাম উদ্দিন, মোঃ শওকত আলী, রিপন কুমার দাস।
ধারা বর্ননায় ছিলেন কিসমত মৌকরন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাস, ফলাফল সংগ্রহে ছিলেন মোঃ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ নাসির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ।
বিকালে বিজয়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান এর সভাপতিত্ব পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর প্রতিনিধি সহকারী কমিশনার মোঃ তানভীর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com