রানা পটুয়াখালী ঃ
পটুয়াখালীর কলাপাড়ায় চল্লিশ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৪টায় চাকামইয়া ইউপিস্থ নেওয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে অদ্য ০২-১১-২০১৯ খ্রিঃ ভাের রাত ০৪:০০ ঘটিকায় বিশ্বস্ত গােপন সূত্রের ভিত্তিতে মােহাম্মদ মইনুল হাসান, পুলিশ সুপার, পটুয়াখালী মহােদয়ের সু-স্পষ্ট নির্দেশনায় আহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার, কলাপাড়া সার্কেল এর তত্ত্বাবধানে মােঃ মনিরুল ইসলাম,অফিসার ইনচার্জ, কলাপাড়া থানা এর নেতৃত্বে এসআই (নিঃ)/বিপ্লব মিস্ত্রী, এএসআই।(নিঃ)/মােঃ জামান, এএসআই(নিঃ)/মােঃ তাওহিদ, কনস্টবল/৫১৮ মােঃ রফিকুল ইসলাম অভিযান চালিয়ে কলাপাড়া থানাধীন চাকামইয়া ইউপিস্থ নেওয়াপাড়া সাকিনে মােঃ ইউসুফ তালুকদার(৭০) পিতা-মৃত মােজাফফর তালুকদার এর হেফাজত হতে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং মােঃ আলমাস তালুকদার(৪৩) পিতা-মােঃ ইউসুফ তালুকদার এর নিকট হতে
৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার পূর্বক তাদের উভয়কে জিজ্ঞাসাবাদে তাদের দেখানাে মতে ইউসুফ তালুকদারের বসত ঘরের পিছনের বান্দার মাটির ভিতর হতে ০৩টি স্কচটেপ দ্বারা পেচানাে অবস্থায় ৩০,০০০ পিচ ইয়াবাসহ সর্বমােট ৪০,০০০ পিচ ইয়াবা উদ্ধার করেন।
উক্ত ইয়াবার ওজন ৪ কেজি এবং যার আনুমানিক মূল্য ১,২০,০০,০০০/- টাকা। তাদের
জিজ্ঞাসাবাদে জানায় যে, কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট এনে মাদক ব্যবসায় জড়িত রয়েছে।
জড়িত পলাতক অপরাপর মাদক ব্যবসায়ীসহ মূল চক্রকে আইনের আওতায় আনার জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com