রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এড.মোঃ শাহজাহান মিয়াকে সংবর্ধনা ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরন অনুষ্ঠান বৃহষ্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গর্ভনিং বডির নবনির্বাচিত সভাপতি পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এড.মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, সাবেক অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ আঃ আজিজ। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা। আরও বক্তব্য রাখেন র্ভনিং বডির সদস্য মোঃ আমিনুল ইসলাম, মোঃ হাবিবুল হোসেন আলম, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান, শিক্ষক পরিষদের সচিব মোঃ জহিরুল ইসলাম, উপকমিটির আহবায়ক নাজমুল আলম, প্রবীন শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান, নবীন শিক্ষার্থী মেহেতা খন্দকার। মানপত্র পাঠ করেন সাবেক সহকারী অধ্যাপক অশোক কুমার দাস, প্রধান অতিথির কর্মময় জীবনী পাঠ করেন স্বপন কুমার খাসকেল। বক্তারা প্রবীন ও নবীন শিক্ষার্থীদেরকে লেখা পড়ায় মনোযোগী হয়ে যোগ্য দক্ষ নাগরিক হওয়ারা আহবান জানান। সন্ধ্যায় ছাত্র শিক্ষক সমন্বয় ও ক্রমান্বয় ব্যান্ড গ্রæপের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিল ইসরাক মাহমুদ ও ফারজানা আক্তার লিমা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com