রানা পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সংলগ্ন খাল থেকে রুহুল আমিন (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় খাল পাড়ে কচুরিপানার নিচে মাথা গোজা অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি রাত ৯টার দিকে উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, কোনো ধরনের আলামত নষ্ট না করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে। মরদেহের পকেটে নোটবুক, মোবাইল এবং চাবি পাওয়া গেছে। তবে মৃত্যুর কারন এখনো জানা যায়নি।
পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com