সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এর নিকট থেকে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার। এবার কোন সংগঠন কিংবা বেসরকারী সংস্থা নয়, খোদ নিজ প্রতিষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন গলাচিপা থানার ক্লিন ইমেজের ওসি এম আর শওকত আনোয়ার। থানার চৌকস এ কর্মকর্তা গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক, সন্ত্রাসসহ এলাকার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত ৫ জুন (শনিবার) পটুয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তাকে প্রদান করা হয়েছে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র গ্রহণ করেন ওসি এম আর শওকত আনোয়ার। এদিকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি এম আর শওকত আনোয়ারকে অভিনন্দন জানিয়েছেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড ও এলাকাবাসী।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com