পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী কুয়াকাটা জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলাচেলা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুয়াকাটা পৌর শহর শাখার শ্রমিকলীগের আয়োজনে কুয়াকাটায় কেকটাকা ও আলোচনা সভায় আন্দোলন,সংগ্রাম ও সফলতা বিষয়ে জাতীয় শ্রমিকলীগের ৫০ বছর প্রতি অনুষ্ঠানে কুয়াকাটা শ্রমিক লীগের সভাপতি আব্বাস কাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, জেলা পরিষদের সদস্য এ্যাড. উজ্জল বসু, জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন,কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুলতান মাহমুদ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। আরো উপস্থি ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন স্পাদক মোঃফারুক ফকির, সাংগঠনিক মোঃ গনি হাওলাদার,মোঃ শাহিন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন,সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,সাধারন সম্পাদক মোঃ শাহিন ফরাজি,শহর শ্রমিকলীগের সভাপতি আলমাস মোল্লা,সাধারন সম্পাদক রফিক সিকদারসহ কলাপাড়া উপজেলা শাখা,মহিপুর উপজেলা,কুয়াকাটা পৌর শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।
সভা পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ কুয়াকাটা পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com