অভিন্ন নদীর পানি ভাগাভাগিসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আগামী অক্টোবরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানান।মন্ত্রী জানান, চলতি মাসে (সম্ভাব্য ২০-২১ আগস্ট) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসবেন। সে সময়ই শেখ হাসিনার সফর সূচি ঠিক করা হবে বলে জানান মন্ত্রী।
প্রতিবেশী দুদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি ভাগাভাগির বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর এ সফরে দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় উঠে আসবে।বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর পানি ভাগাভাগির বিষয়টি সম্পর্কে বিস্তারিত না বললেও ড. মোমেন অভিন্ন নদীর পানি ভাগাভাগির ব্যাপারে আলোচনা হবে বলে একটা ইঙ্গিত দিয়েছেন।বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উদযাপনের আগেই অন্তত এক অথবা দুজন খুনীকে ফেরত আনা হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com