সোমবার ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


পাবনায় দুম্বার মাংস লুটের অভিযোগ
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাবনায় দুম্বার মাংস লুটের অভিযোগ

বিডি ২৪ নিউজ অনলাইন: পাবনায় দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস লুটপাটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত মাংস নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছিলেন জেলা প্রশাসনের কিছু কর্মচারী। এসময় সাংবাদিকরা উপস্থিত হলে তারা হাতেনাতে ধরা পড়েন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মাংস ফেলে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন অভিযুক্তরা।

সূত্র জানায়, বিদেশ থেকে আসা এক ট্রাক ভর্তি মাংসের কার্টুন শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) মাধ্যমে তালিকা তৈরি করে এতিমখানা ও মাদ্রাসায় এসব মাংস বিতরণের কথা থাকলেও, এর একটি বড় অংশ জেলা প্রশাসনের কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, মোট ১৬টি কার্টুনে প্রায় ৩২০ কেজি মাংস ছিল। এর অধিকাংশই শনিবার দুপুরে সার্কিট হাউজে ভাগ করে নেয়ার সময় ধরা পড়েন বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্তরা ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। জেলা প্রশাসক মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় আছেন বলে জানান।এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার   চট্টগ্রামের মাফিয়া ডন পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন
Translate »