যশোর ব্যুরো : যশোরের বেনাপোল বন্দরের ইমিগ্রেশন থেকে ৯টি সোনার বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামের এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।
সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক সিদ্দিকুর বরগুনার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন পাসপোর্টযাত্রী সোনার একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেয়। ভারতে প্রবেশের সময় সিদ্দিকুরকে আটক করা হয়। তল্লাশি করে তার পরিহিত প্যান্টে থাকা বেল্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯টি সোনার বার জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
মনিরুজ্জামান আরও বলেন, জব্দ সোনার বারের ওজন এক কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা। তার বিরুদ্ধে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com