আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার মেহেন্দীগঞ্জ পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মিঠুন দেবনাথকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।
মিঠুনের অভিযোগ, মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌরসভা কার্যালয় সংলগ্ন একটি সেলুনে গেলে ৭০-৮০টি মোটরসাইকেলের বহর থেকে এমপি পংকজ দেবনাথের অনুসারী আওয়ামী লীগ কর্মী সোহরাব হোসেন সোহাগের নেতৃত্বে ৪-৫ জন এসে আমাকে কিল-ঘুসি ও লাথি মারে। তারা বলতে থাকে, তুই মেয়র কামালের লোক, এমপির বিরোধিতা করো। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান বলেন, পংকজ দেবনাথের অনুসারীরা শহরে ত্রাসের রাজত্ব চালাচ্ছে। ভীতি ছড়াতে প্রতিদিন মোটরসাইকেল মহড়া দিচ্ছে। কাউকে একা পেলেই তারা মারধর করছে।
সোহাগ বলেন, আমাদের মোটরসাইকেলের বহর এগিয়ে যাওয়ার পর কে বা কারা মিঠুনের ওপর হামলা করে। বিষয়টি টের পেয়ে আমি সেলুনে ঢুকে হামলাকারীদের নিবৃত্ত করেছি। এখন আমাকেই দোষারোপ করা হচ্ছে।
মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মিঠুন দেবনাথ একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com